নিজস্ব সংবাদদাতাঃ সমগ্র ইউরোপজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে মাঙ্কিপক্স ভাইরাস। বর্তমান সময়ে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, সুইডেন, আমেরিকা এবং নেদারল্যান্ডসে পাঁচ জন করে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে। এরই মাঝে এই নতুন ভাইরাস নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি অ্যাডভাইজারি জারি করে বলা হয়েছে, 'ইউরোপ থেকে আগত যাত্রীদের শরীরে র্যাশ দেখা গেলে ভর্তি করতে হবে হাসপাতালে। সংক্রামক ব্যাধির মতোই যাবতীউ সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তির দেহরসের বিভিন্ন নমুনা সংগ্রহ করতে হবে। আর এই নমুনা পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে। রোগ চিহ্নিত হলে রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের দ্রুত খুঁজতে হবে।'