ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্থ পুলিশ ফাঁড়ি

author-image
Harmeet
New Update
ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্থ পুলিশ ফাঁড়ি

দিগবিজয় মাহালী, চন্দ্রকোনাঃ দুপুর নাগাদ হঠাৎ মেঘ কালো করে প্রচন্ড ঝড় আর বৃষ্টি,আর সেই ঝড়ের তাণ্ডবে চন্দ্রকোনার ক্ষীরপাই পুলিশ ফাঁড়ি উপর ভেঙে পড়ে বিশালাকার পটাশ গাছ।ফলে ক্ষতিগ্রস্ত পুলিশ ফাঁড়ির একাংশ। ভেঙে গিয়েছে টিনের ছাউনি। অপরদিকে চন্দ্রকোনার বালা গ্রামে চব্বিশ প্রহরের হরিনাম সংকীর্তনের জন্য তৈরি প্যান্ডেল ঝড়ে উড়িয়ে নিয়ে গিয়ে গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তার উপর ফেলে দেয়। যার জেরে ক্ষয়ক্ষতি হয়েছে প্যান্ডেলের ভিতর থাকা জিনিসপত্রের।গ্রামবাসীরা ওই প্যান্ডেল রাস্তা থেকে সরিয়ে আনার কাজে হাত লাগিয়েছে।দুপুর থেকে বেশ কয়েক মিনিট ধরে চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকায় চলে ঝড়ের তান্ডব।চন্দ্রকোনার পাশাপাশি দাসপুরের বৈকুন্ঠপুরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্যসড়কের উপর ঝড়ে পড়ে বেশকিছু গাছ। যার জেরে যানজটের সৃষ্টি হলে গাড়ির চালকেরা গাছ সরিয়ে যাতায়াত করে।গতকাল রাতে ঝড়ের তান্ডবের পর আজ দুপুরে ফের প্রবল ঝড় বৃষ্টির দাপটে ক্ষয়ক্ষতির সাথে মানুষের ভোগান্তি বাড়লো বলেই বলা চলে।