ঝাড়গ্রামে কালবৈশাখী

author-image
Harmeet
New Update
ঝাড়গ্রামে কালবৈশাখী

নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ সকাল থেকেই ভ্যাপসা গরমে কষ্ট পাচ্ছিল মানুষজন। বিকালের আগেই মেঘ কালো করে শুরু হল ঝড়। মুহুর্মুহু মেঘ গর্জনের সঙ্গে নামল প্রবল বৃষ্টি। শনিবার বিকালে ঝাড়গ্রাম জেলা জুড়ে চলল কালবৈশাখীর খেলা। মুহুর্তে প্রবল ঝড়ের সঙ্গে বৃষ্টি নামায় তাপমাত্রাও নামেছে অনেকটা। সকাল থেকে প্রচন্ড ভ্যাপসা গরম ছিল। কিন্তু দুপুর গড়াতেই আকাশ ঘন অন্ধকারে ঢেকে যায়। তারপরেই শুরু হয় ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো। তার সঙ্গে হয় প্রবল বৃষ্টি ও বজ্রপাত। ঝড়ের দাপট এতটাই ছিল যে, জেলার বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়ে।  ঝাড়গ্রাম শহরের রাস্তার ওপর ভেঙে পড়ে একটি গাছ। সাময়িক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঝাড়গ্রাম থানার পুলিশ। গাছটিকে সরানোর ব্যবস্থা করে পুলিশ। ঝড়ে এদিন গোপীবল্লভপুর ও সাঁকরাইলের বেশ কিছু জায়গায় রাস্তার ওপর  গাছ ভেঙে পড়েছে। স্থানীয়দের সহযোগিতায় রাস্তার ওপর থেকে গাছগুলিকে সরানোর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে জেলার বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝড়ের ফলে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসনের এক আধিকারিক।