নিজস্ব সংবাদদাতা : ভ্যাপসা গরমের মাঝে সন্ধের ঝড়-বৃষ্টিতে স্বস্তি মিললেও হয়েছে ক্ষয়ক্ষতি। শনিবার সন্ধ্যায় ব্যাপক ঝড়-বৃষ্টিতে গাছ ভেঙে পড়ায় ঘটলো বিপত্তি। আলিপুরে ডাফরিন রোডে গাছের নিচে চাপা পড়লো ট্রাফিক সার্জেন্টের বাইক। কলকাতায় মোট ১৬টি গাছ ভেঙে পড়ে ঘটেছে বিপত্তি। ইতিমধ্যেই রাস্তা পরিস্কারের কাজ শুরু হয়েছে। অন্যদিকে ঝড়ে উড়ে গিয়েছে ইডেনের পিচের কভার। মাঠ পরিদর্শনে সৌরভ গঙ্গোপাধ্যায়। ভাঙলো প্রেস গ্যালারিও। ৯ জায়গায় ছিঁড়ে গিয়েছে ইলেকট্রিকের তার। অফিস থেকে বাড়ি ফেরার পথে তীব্র যানজটে নাকাল যাত্রীরা। জেলাগুলিতেও পড়েছে ঝড়ের প্রভাব। শ্রীরামপুরে নারকেল গাছে ভেঙে ১ জনের মৃত্যু হয়েছে।