হরি ঘোষঃ রাতের অন্ধকারে অর্থের বিনিময়ে চলছিল অবৈধ পাইপ লাইন সংযোগের কাজ। অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসল আসানসোল পুরনিগম। অভিযান চালিয়ে বিচ্ছিন্ন করা হল বেশ কয়েকটি বাড়ির অবৈধ পাইপ লাইন সংযোগ। আসানসোল পৌরনিগমের রানীগঞ্জ বোরোর ৩৩ নম্বর ওয়ার্ডের ৬/৭ কলোনী এলাকার ঘটনা। এই অবৈধ পাইপ লাইন সংযোগে জড়িত রানীগঞ্জ ২ নম্বর বোরো অফিসের এক অস্থায়ী কর্মী টিপু। অভিযুক্ত এই অস্থায়ী কর্মী কয়েক মাস আগে অর্থের বিনিময়ে অবৈধ ভাবে এই সংযোগ করে দেয় বলে অভিযোগ। রানীগঞ্জ ২ নম্বর বোরো অফিসের আধিকারিকদের কাছে এই অভিযোগ গেলে আধিকারিকরা তদন্ত শুরু করেন। সেই তদন্ত সাপেক্ষে আসানসোল পুরনিগমের রানীগঞ্জ ২ নম্বর বোরো অফিসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ কোনারের নেতৃত্বে অভিযান চালানো হয় ওই এলাকায়। অভিযান চালিয়ে বেশ কয়েকটি বাড়ির অবৈধ পাইপ লাইনও সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।