নিজস্ব সংবাদদাতা : প্যাংগং হ্রদে চীনের সেতু নিয়ে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করলেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে। তার দাবি, বিজেপি নেতৃত্বাধীন প্রশাসন বিষয়টিকেই পাত্তাই দিচ্ছে না যে চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে নির্মাণ কাজ করছে। প্রসঙ্গত, শুক্রবার ভারত বলেছে যে চীন ১৯৬০- এর দশক থেকে অবৈধভাবে তাদের দখলে থাকা একটি অঞ্চলে, প্যাংগং হ্রদে দ্বিতীয় সেতু নির্মাণ করছে। এরপরই কেন্দ্রকে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা। তিনি বলেন, "চীন সীমান্তের ওপারে গ্রাম ও রাস্তা তৈরি করছে। আমরা এটি (কেন্দ্রীয়) সরকারের নজরে এনেছি। তারা পাত্তা পর্যন্ত দেয়নি। মানুষকে বিভ্রান্ত করেছ। তারা বুঝতে পারবে যে তারা ভুল করেছে।”