রাহুল পাসোয়ান, আসানসোলঃ অনলাইনে পরীক্ষার দাবিতে শুক্রবার দিনভর কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের আন্দোলনে উত্তাল ছিল। শনিবারও একই দাবিতে অনড় থেকে ছাত্র-ছাত্রীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। উল্লেখ্য, শুক্রবার আন্দোলন চলাকালীন এক ছাত্র আত্মহত্যার চেষ্টা করে। পড়ুয়াদের অভিযোগ মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের হটিয়ে দেয়। তাদের আরও অভিযোগ বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছে। শনিবার আসানসোল দক্ষিণ বিধানসভার ৯৬ নম্বর ওয়ার্ড এলাকায় পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ নিয়ে কি বললেন বিধায়ক অগ্নিমিত্রা পাল, শুনুন-