নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের বামিয়ানে ভয়াবহ ভূমিধ্বস। যার ফলে মৃত্যু হয়েছে ২ শিশুর। ঘটনাটি ঘটেছে মধ্য বামিয়ান প্রদেশের ওয়ারাস জেলায়। প্রসঙ্গত, এর আগে সোমবার আফগানিস্তানের বাদাখশান প্রদেশের শোলার-ই-পায়ান জেলায় ভূমিধ্বসের ফলে ৪ জন নিহত হয় ও ২ জন আহত হয়।