স্যাক্সোফোন বাজিয়ে হিট পাণ্ডবেশ্বরের দুই গৃহবধূ, শুনুন গৃহবধূর বক্তব্য

author-image
Harmeet
New Update
স্যাক্সোফোন বাজিয়ে হিট পাণ্ডবেশ্বরের দুই গৃহবধূ, শুনুন গৃহবধূর বক্তব্য

নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বরঃ শ্বশুর বাড়ির আর্থিক অনটন কাটিয়ে তুলতে লকডাউনে সময়কে কাজে লাগিয়ে স্যাক্সোফোন বাজানোয় দক্ষতা অর্জন করে হিট পাণ্ডবেশ্বরের বাদ্যকর পরিবারের দুই গৃহবধূ। পাণ্ডবেশ্বরের ছোড়া গ্রামের ওই বাদ্যকর পরিবারের দুই গৃহবধূ যেন স্বয়ং মা লক্ষী। তাঁদের স্বামীরা ও শ্বশুর মশাই দীর্ঘদিন ধরে এই পেশায় যুক্ত থাকলেও সংসার চালাতে আর্থিক সঙ্কটে ভুগতেন তাঁরা। দুই গৃহবধূ সংসারের হাল ধরতে শ্বশুর বাড়ির পেশাকে বেছে নিয়ে বর্তমানে পেশাদার বাদ্যশিল্পী তাঁরা। স্যাক্সোফোন বাজাতে তাঁদের বর্তমানে ডাক আসে রাজ্যের বিভিন্ন জেলা সহ ভিন রাজ্য থেকেও। ফলে শ্বশুর বাড়ির রোজগার খানিকটা হলেও বেড়েছে। বাদ্যশিল্পী মন্দিরা ও সুমনাদেবী বলেন, "সংসারে স্বচ্ছলতা ফেরাতে নিজেদের তাগিদে আমরা স্যাক্সোফোন বাজানো শিখেছি। যে কোনও অনুষ্ঠানে গিয়ে শ্রোতাদের উৎসাহ পেয়ে আমরাও উৎসাহিত হয়।"