নিজস্ব সংবাদদাতাঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতি মামলায় উঠে এসেছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম। বর্তমান শিক্ষামন্ত্রীকে এখনও কোনও নির্দেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। কিন্তু, এসএসসি নিয়োগ মামলায় জেরবার শিক্ষা দফতর। এই অবস্থায় লন্ডন সফর বাতিল করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রিটিশ সরকারের সঙ্গে মউ স্বাক্ষর ও আলোচনার জন্য আজ লন্ডনে উড়ে যাওয়ার কথা ছিল তাঁর। লন্ডনে যাওয়ার কথা ছিল শিক্ষা সচিব মণীশ জৈনেরও। দু’জনেই লন্ডনে যাচ্ছেন না।ঘটনাচক্রে, পরিবহণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমেরও লন্ডন যাওয়ার কথা ছিল। সূত্রের খবর, তিনিও ওই সফরে যাচ্ছেন না। তবে এর সঙ্গে এসএসসি মামলার যোগ নেই। প্রশাসনিক সূত্রের বক্তব্য, এই ‘সঙ্কট সময়ে’ ফিরহাদকে দেশ ছাড়তে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাঁদের বিদেশ সফর বাতিল করেছেন।