নিজস্ব সংবাদদাতাঃ জেলের প্রথম রাতে কিছুই মুখে তুললেন না নবজ্যোৎ সিং সিধু। এমনকি, শুক্রবার রাতে তাঁর বিশেষ ঘুমও হয়নি বলে পতিয়ালা জেল সূত্রে জানা গিয়েছে। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত যে ওষুধগুলো তাঁকে খেতে হয়, সেগুলো খেয়েছেন পঞ্জাবের কংগ্রেস নেতা তথা প্রাক্তন জাতীয় ক্রিকেটার। পঞ্জাব কারা দফতরের এক আধিকারিক শনিবার বলেন, ‘‘সিধুর জন্য যদি বিশেষ কোনও পথ্যের সুপারিশ চিকিৎসকেরা করে থাকেন, তবে সেগুলো জেলের ক্যান্টিন থেকে তাঁকে কিনে খাওয়ার অনুমতি দেওয়া হতে পারে।’’ তবে অনিচ্ছাকৃত খুনের মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন মন্ত্রীর জন্য জেলে বিশেষ খাবারের কোনও ব্যবস্থা করা হবে না বলে জানান তিনি। জেলের নিয়ম মেনে প্রথমদিন তাঁকে ঘুম থেকে উঠতে হয়েছে ভোর সাড়ে ৫টায়। সকাল ৭টায় অন্য কয়েদিদের সঙ্গে সিধুকেও চা ও বিস্কুট খেতে দেওয়া হয়। সাড়ে ৮টায় ছটি রুটি, ডাল ও সবজি দেওয়া হয়। তবে জানা গিয়েছে, সেই খাবার মুখে তোলেননি সিধু। পরিবর্তে শুধু স্যালাড আর ফল খেয়েছেন। তাঁর আইনজীবী জানিয়েছেন, লিভারের সমস্যার জন্য তাঁকে গমের তৈরি খাবার খেতে নিষেধ করেছেন চিকিৎসকরা। সেই কারণেই জেলের খাবার খেতে চাননি সিধু। গারদের ওপারে যাওয়ার আগে নিজের ডায়েটের কথাও জানিয়েছিলেন সিধু।