টালবাহানার মাঝেই শিক্ষা দফতরে এলেন নতুন কমিশনার

author-image
Harmeet
New Update
টালবাহানার মাঝেই শিক্ষা দফতরে এলেন নতুন কমিশনার

নিজস্ব সংবাদদাতাঃ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দফায় দফায় তলব করছে সিবিআই। শুধু তাই নয় শিক্ষা দফতর নিয়ে উঠছে নানা প্রশ্ন। আর এসব টালবাহানার মাঝে দফতরে এলেন নতুন কমিশনার। আইএএস অরূপ সেনগুপ্ত-কে শিক্ষা দফতরের স্পেশাল কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। ইনি বিশেষ সচিবের পদমর্যাদার এক আধিকারিক। এত দিন পর্যন্ত এই দফতরে কোনও স্থায়ী কমিশনার ছিলেন না। আইএএস শুভ্র চক্রবর্তী অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদ সামলাচ্ছিলেন। কিন্তু, সম্প্রতি তাঁকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিয়ে এসেছে রাজ্য সরকার। এরপরই নতুন কমিশনার আনা হল। কমিশনার মূলত শিক্ষা দফতরের এসআই, ডিআইদের পরিচালনা করেন। তাই কমিশনারের পদ যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে নতুন কমিশনার আনার সিদ্ধান্তে যে নবান্নের প্রভাব রয়েছে, সেটা স্পষ্ট বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। নতুন কমিশনারের নাম ঘোষণা করে শুক্রবার এই নির্দেশিকা জারি করেছে রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর, যে দফতরের মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আর এই দফতরের কাজ দেখেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা। তাই অনেকেই মনে করছেন, বিকাশ ভবনের ওপর কড়া নজর রাখছে নবান্ন।