নিজস্ব সংবাদদাতাঃ এসএসসি দুর্নীতির তদন্তে চলতি সপ্তাহে প্রায় চার ঘণ্টা ধরে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আগামী সপ্তাহে ফের তাঁকে তলব করা হয়েছে। আর এই নিয়েই কার্যত তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। কড়া ভাষায় আক্রমণ শানাচ্ছেন বিরোধীরা। পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, “পার্থ চট্টোপাধ্যায় চোর। চুরি করার সময় তো রক্ষাকবচ দরকার হয়নি। স্কুলে ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ শুনেছি। এখানে পূর্বের শিক্ষামন্ত্রী ডিভিশন বেঞ্চ শেখাচ্ছেন। ওনার কুকুরের নামেও কোটি টাকার ফ্ল্যাট।” তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়ে হুগলির বিজেপি সাংসদ খোঁচা দিয়ে বলেন, “এত বড় বড় রাঘব বোয়ালরা ধরা পড়ছে। লজ্জার বিষয়, এরা বড় বড় করে সাংবাদিক বৈঠক করত। বড় বড় কথা বলত। বিজেপিকে নিয়ে নানারকম কথা বলত। আর নিজেরাই এত বড় একটি স্ক্যাম – এসএসসি দুর্নীতি… মানুষ দেখুক, মানুষ এর বিচার করবেন।”