মালদহে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে চাকরি হারালেন ৩ পঞ্চায়েত কর্মী

author-image
Harmeet
New Update
মালদহে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে চাকরি হারালেন ৩ পঞ্চায়েত কর্মী

নিজস্ব সংবাদদাতাঃ ১০০ দিনের কাজের প্রকল্পে ব্যাপক দুর্নীতি। অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে বরখাস্ত করা হল মালদহের রতুয়া ১ নম্বর ব্লকের তিনজন পঞ্চায়েত কর্মীকে। বরখাস্ত হয়েছেন বাহারাল গ্রাম পঞ্চায়েতের গ্রাম রোজগার সহায়ক মানিক আলম, কাহালা গ্রাম পঞ্চায়েতে গ্রাম রোজগার সহায়ক মহম্মদ রাহত আনসারি ও মানিকচক ব্লকের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট চৈতালি মণ্ডল। এর পাশাপাশি রতুয়া ১ নম্বর ব্লকের বাহারাল এবং কাহালা গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক সেক্রেটারি ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। মালদহ জেলা প্রশাসন সূত্রে খবর, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজের দুর্নীতি নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়ে মালদহের জেলা শাসকের কাছে। জেলা শাসক রাজর্ষি মিত্রের নির্দেশে শুরু হয় ঘটনার তদন্ত। অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরীর তত্ত্বাবধানে তদন্ত করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। সেই তদন্তে দোষী প্রমাণিত হয়েছেন রতুয়া ১ নম্বর ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের জিআরএস, বাহারাল গ্রাম পঞ্চায়েতের জিআরএস এবং মানিকচক ব্লকের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এরপর সঙ্গে সঙ্গে ১০০ দিনের প্রকল্পের সঙ্গে যুক্ত এই তিন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছেন মালদহ জেলা শাসক। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।