নিজস্ব সংবাদদাতাঃ ভোট পরবর্তী হিংসার তদন্তে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। মানবাধিকার কমিশন নিয়ে রাজ্যের আপত্তি খারিজ করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, জাতীয় মানবাধিকার কমিশন কমিটিতে ১১ সদস্য নিয়ে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন করেনি। একই সঙ্গে আদালতের তরফে জানানো হয়েছে, কমিটিতে তিনজন প্রধান দায়িত্বে থাকবেন, বাকি সদস্যরা তাঁদের সাহায্য করবেন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তিনজনের বেশি সদস্য নিয়ে আসা হয়েছে রাজ্যে, সেই প্রশ্নই তোলা হয়েছিল আদালতে। গত মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। সেখানেই দু পক্ষের কথা শোনা হয়। রাজ্যের প্রশ্নের মুখে জবাব দিতে গিয়ে সংশ্লিষ্ট কমিটির আইনজীবী সুবীর স্যানাল জানিয়েছিলেন, মোট ৪০০ টি অভিযোগের পাশাপাশি আরও ১০০ টি অতিরিক্ত অভিযোগ জমা পড়েছে। এত জনের কথা শুনতে গেলে লোকসংখ্যাও বাড়াতে হবে বলে মন্তব্য করেছিলেন তিনি। তিনি জানান, এই বিষয়ে গত ১১মে বৈঠক হয়েছে। আর সেই বৈঠকের পর অতিরিক্ত লোকের প্রয়োজন অনুভব করা হয়। তাই ১১ জনকে আনা হয়েছে। এদিন কমিটির পক্ষেই রায় দিল আদালত।