নিজস্ব সংবাদদাতাঃ World Air Power Index-এ তৃতীয় স্থান অধিকার করল ভারতীয় বায়ুসেনা। ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফ্ট সম্প্রতি ২০২২-এর গ্লোবাল এয়ার পাওয়ার র্যাঙ্কিং প্রকাশ্যে এনেছে। সেই রিপোর্টেও তৃতীয় স্থানে ভারতীয় বায়ুসেনা আর চতুর্থ স্থানে চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স। শুধু চীন নয় প্রতিযোগিতার বিচারে ভারতীয় বায়ুসেনা একযোগে জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্স, ইসরায়েলি এয়ার ফোর্স, ফ্রেঞ্চ এয়ার অ্যান্ড স্পেস ফোর্সকে পিছনে ফেলে এগিয়ে গেছে।