রাহুল পাসোয়ান, আসানসোলঃ অনলাইন পরীক্ষার দাবিতে, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে শুক্রবারেও বিক্ষোভ দেখাল ছাত্র-ছাত্রীরা। অনলাইনে পরীক্ষার দাবি জানিয়ে এর আগেও তিনবার বিক্ষোভ দেখান বলে জানান বিক্ষোভকারীরা। পারমিতা কর্মকার নামে এক ছাত্রী বলেন, "এর আগে তিনবার বিক্ষোভ করার পর তাদের আশ্বাস দেওয়া হয় অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। তারপরে ই-মেল মারফত জানানো হয় অফলাইনে পরীক্ষা হবে। এরপরেই শুক্রবার সকাল থেকে ছাত্র-ছাত্রীরা আবার বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল উত্তর থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি আসেন এসিপি তথাগত পান্ডে। এসিপি বলেন, "রাস্তা অবরোধ হয়েছিল, আমরা বলতে বিক্ষোভরত ছাত্র-ছাত্রীরা সরে যায়। এখন যান চলাচল স্বাভাবিক।"