রেশনে খাদ্য সামগ্রী বন্টনের পরিবর্তিত নিয়ম নিয়ে বৈঠক হল আসানসোল জেলা সার্কিট হাউসে

author-image
Harmeet
New Update
রেশনে খাদ্য সামগ্রী বন্টনের পরিবর্তিত নিয়ম নিয়ে বৈঠক হল আসানসোল জেলা সার্কিট হাউসে

রাহুল পাসোয়ান, আসানসোলঃ রেশন গণবণ্টন ব্যবস্থার মধ্যে খাদ্য সামগ্রী বন্টনের পরিবর্তিত নিয়ম নিয়ে বৈঠক হল আসানসোল জেলা সার্কিট হাউসে। শুক্রবার এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক এস অরুন প্রসাদ, জেলা সভাধিপতি সুভদ্রা বাউরি, জেলা কর্মাধ্যক্ষ সহ খাদ্য দপ্তরের আধিকারিকরা। আগামী জুন মাস থেকে রেশনিং ব্যবস্থার খাদ্য সামগ্রী বন্টনে কিছু পরিবর্তন হতে চলেছে বলে জানান জেলার রেশনিং কন্ট্রোলার সন্দীপ হালদার। তিনি বলেন, "আগামী জুন মাস থেকে রেশনিংয়ের খাদ্য সামগ্রী বন্টনে যে পরিবর্তন হতে চলেছে, সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। যাতে করে রেশনিং ব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে সঠিক বার্তা যায়। আজকের এই বৈঠকে রেশন কার্ড নিয়ে মানুষের কি সমস্যা রয়েছে, সে বিষয়েও আলোচনা হয়। পশ্চিম বর্ধমান এলাকায় এখন সব মিলে প্রায় ২৫ লক্ষের বেশি এক্টিভ রেশন কার্ড আছে ।