কন্নড় ভাষায় বক্তৃতা দিলেন কর্ণাটকের বাসিন্দা কানাডার সাংসদ

author-image
Harmeet
New Update
কন্নড় ভাষায় বক্তৃতা দিলেন কর্ণাটকের বাসিন্দা কানাডার সাংসদ

নিজস্ব প্রতিনিধি -বৃহস্পতিবার কানাডার পার্লামেন্টে ভারতীয় বংশোদ্ভূত কানাডার এমপি চন্দ্র আর্য তার মাতৃভাষা কন্নড় ভাষায় বক্তৃতা দেন।
এই বিষয়ে টুইট করে,হাউস অফ কমন্সে নেপিয়ানের নির্বাচনী জেলার প্রতিনিধিত্বকারী আর্য বলেছেন, 'আমি কানাডার পার্লামেন্টে আমার মাতৃভাষা (প্রথম ভাষা) কন্নড় ভাষায় কথা বলেছি।এই সুন্দর ভাষার দীর্ঘ ইতিহাস রয়েছে এবং প্রায় ৫০ মিলিয়ন মানুষ এই ভাষায় কথা বলে।ভারতের বাইরে বিশ্বের কোনো সংসদে এই প্রথম কন্নড় কথা বলা হচ্ছে।'কর্ণাটকের তুমাকুরু জেলার বাসিন্দা আর্য ২০১৯ সালের ফেডারেল নির্বাচনে কানাডার লিবারেল পার্টি থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন।