নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের কিছু জেলায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শুধু জলপাইগুড়ি জেলাতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ১০০। তার মধ্যে বাগরাকোট চা বাগান এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫৪ জন। ১৩ জনকে ভর্তি করা হয়েছে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে। এই পরিস্থিতিতে বাগরাকোটে একজন মেডিকেল অফিসার রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর।