কাশ্মীরে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে বিপদের মুখে শ্রমিকেরা

author-image
Harmeet
New Update
কাশ্মীরে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে বিপদের মুখে শ্রমিকেরা

নিজস্ব সংবাদদাতাঃ সুড়ঙ্গের নির্মাণ কাজের সময়ে ভয়ঙ্কর দুর্ঘটনা। কাশ্মীরের রামবাণ জেলায় একটি সুড়ঙ্গ তৈরির কাজ চলার সময়ে তার একটি অংশ ভেঙে পড়ে। একাধিক শ্রমিক সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই শুরু করা হয়েছে উদ্ধারকাজ। কমপক্ষে ৬ থেকে ৭ জন শ্রমিক আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। তাদের সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা যাচ্ছে না। গোটা ঘটনাকে কেন্দ্র করেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে কাজ চলছিল কাশ্মীরের রামবাণ জেলার মাকেরকোটে অঞ্চলে। সেখানে খুনি নালার কাছে একটি সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল। আচমকাই ভেঙে পড়ে নির্মীয়মাণ সুড়ঙ্গের একটি অংশ। সুড়ঙ্গের ভিতরেই আটকে পড়েন শ্রমিকেরা। দুর্ঘটনার খবর পেতেই প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়। রাতে একজন শ্রমিককে উদ্ধার করা গেলেও, ভিতরে আরও ৬-৭জন শ্রমিক আটকে রয়েছেন বলেই দাবি। কীভাবে ওই নির্মীয়মাণ সুড়ঙ্গটি ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, পাহাড়ে ধস বা সুড়ঙ্গের কাঠামো শক্তিশালী না হওয়ার কারণে এই বিপত্তি ঘটেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।