নিজস্ব সংবাদদাতাঃ শহরের বুকে ফের ভয়াবহ আগুন। ভোররাতে শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল চাঁদনি চকে। চাঁদনি চকের কাছে একটি কাপড়ের দোকানে আগুন লাগে। পাশের কয়েকটি দোকানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই দোকান ঘরগুলোর ওপরের ফ্ল্যাট থেকে বাসিন্দাদের সরানো হয়। বর্তমানে দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে বলে জানা গিয়েছে।। তবে কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।