সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ শুক্রবার থেকে রাজ্যের ১১৮ টি পৌরসভায় চালু করা হলো বাংলা সহায়তা কেন্দ্র।রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি আলিপুরদুয়ারেও পৌরসভার উদ্যোগে প্রথম বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। এই কেন্দ্র থেকে সাধারণ মানুষ রূপশ্রী,কন্যাশ্রী, যুবশ্রী রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা পাবে। বেশীরভাগ সময় দেখা গিয়েছে বিভিন্ন প্রকল্পের কাজ করাতে গিয়ে হয়রানির শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে। সাধারণ মানুষের সুবিধার্থেই এই প্রকল্প করা হয়েছে।