“স্কুল খোলো, মদের দোকান নয়”, পথ অবরোধ মহিলাদের

author-image
Harmeet
New Update
“স্কুল খোলো, মদের দোকান নয়”, পথ অবরোধ মহিলাদের

দিগ্বিজয় মাহালিঃ “দুয়ারে মদের দোকান নয়, স্কুল-কলেজ খোলো”, এই দাবিতে সরব হলেন মহিলারা। কেউ বলেন, “স্বামী কাজ করে না, সারাদিন মদ্যপ অবস্থায় থাকেন। যার জেরে বাড়িতে অভাব অনটন লেগেই আছে”। এক গৃহবধূর চোখও নষ্ট হয়ে গিয়েছে মদ্যপ স্বামীর অত্যাচারে। কারও ছেলে প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে। স্বামী ও সন্তানের নেশার টাকা জোগাতে না পেরে অত্যাচারের ঘটনাও ঘটেছে। মেদিনীপুর সদর, শালবনী, কেশপুর থেকে আসা এমনই মহিলারা বৃহস্পতিবার মেদিনীপুর শহরে বিক্ষোভ দেখাল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (এআইএমএসএস) এর ব্যানারে। এদিন প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে প্রায় শতাধিক মহিলা রেল স্টেশন থেকে মিছিল করে জেলা শাসক দফতরের সামনে গিয়ে পথ অবরোধ করেন। এই কর্মসূচীতে নেতৃত্ব দেন, জেলা সম্পাদিকা ঝর্ণা জানা, স্মৃতিকণা ঘোড়াই, কাকলি ভূঁইয়ারা। তাদের দাবি, দুয়ারে মদ প্রকল্প বাতিল, নারীর নিরাপত্তা রক্ষা সুনিশ্চিত করা ও অবিলম্বে স্কুল খোলা। ঝর্ণা জানা বলেন, “মদ ও মাদকের নেশার কারণে পরিবারে অশান্তি, মেয়েদের ওপর নির্যাতন, অত্যাচার লেগেই রয়েছে। রোজগারের উপায় নেই। সংসারে অনটন নিত্যসঙ্গী। পাশাপাশি শিক্ষার পরিবেশ নেই, স্কুল-কলেজ বন্ধ রাখছে সরকার। অথচ রাজস্ব আদায়ের নামে দুয়ারে দুয়ারে মদ প্রকল্প চালু করতে চাইছে সরকার”।