নিজস্ব সংবাদদাতাঃ বুধবার রাতে আইনজীবী মারফৎ সিবিআইকে ইমেল করে নিজেই নিজাম প্যালেসে যেতে চেয়েছিলেন অনুব্রত মণ্ডল। ছ’বারের নোটিসের পর বৃহস্পতিবার গরুপাচার কাণ্ডে প্রথমবারের জন্য সিবিআইয়ের মুখোমুখিও হন তিনি। ঘণ্টা চারেকের জিজ্ঞাসাবাদ পর্ব কাটিয়ে নিউটাউনের ফ্ল্যাটে ফেরার আগে ঢুঁ মেরে যান এসএসকেএমের উডবার্ন ব্লকে। এরই মধ্যে সপ্তমবারের জন্য নোটিস গেল অনুব্রত মণ্ডলের কাছে। গরুপাচারকাণ্ডে আবারও তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার। আগামী বুধবার তাঁকে নিজাম প্যালেস তলব করা হয়েছে। শুধু তলবই নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সম্পত্তির নথি নিয়ে যেতে বলা হয়েছে অনুব্রতকে। এদিকে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ সূত্রে খবর, সপ্তমবারের তলবে হাজিরা নাও দিতে পারেন বীরভূমের ‘কেষ্ট’ মণ্ডল।