দেখে নিন বেগুনি টুপির দৌড়ে এগিয়ে কারা

author-image
Harmeet
New Update
দেখে নিন বেগুনি টুপির দৌড়ে এগিয়ে কারা

নিজস্ব সংবাদদাতাঃ জমে উঠেছে এবারের আইপিএলে বেগুনি টুপির লড়াই এবারের আইপিএলে মেগানিলামের পর পুরনো সব হিসেব নিকেশ গড়মিল হয়ে গেলেও বেগুনি টুপির লড়াইয়ের হিসেব প্রায় একই রয়েছে। আইপিএল ২০২২ -এর প্লেঅফে ওঠার জন্য পয়েন্ট টেবিলের লড়াই যেমন জমে উঠেছে। তেমনই সেরা উইকেট শিকারির লড়াইও খুব কঠিন হয়ে উঠেছে।

একনজরে দেখে নিন বেগুনি টুপির সেরা পাঁচজন বোলারের তালিকা-
১) বেগুনি টুপির লড়াইয়ে প্রথমেই রয়েছেন বিরাট কোহলির প্রধান অস্ত্র যুজবেন্দ্র চাহাল। তবে এবারের আইপিএলে তিনি বিরাটের দলের হয়ে নন রাজস্থানের দলের হয়ে খেলছেন। এই মরশুমে ১৩ ম্যাচে ২৪ টি উইকেট শিকার করেছেন যুজবেন্দ্র চাহাল। 

২) বেগুনি টুপির লড়াইয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। হাসারাঙ্গার সংগ্রহ ১৩ ম্যাচে ২৩ উইকেট।

৩) বেগুনি টুপির লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন দিল্লির প্রাক্তন বোলার কাগিসো রাবাদা । আইপিএল ২০২২-এ তিনি খেলছেন পাঞ্জাবের হয়ে। কাগিসো রাবাদা ১৩ ম্যাচে ২২ টি উইকেট সংগ্রহ করেছেন। 

৪) বেগুনি টুপির লড়াইয়ে চার নম্বরে রয়েছেন হায়দরাবাদের স্পিড স্টার উমরান মালিকের সংগ্রহ ১৩ ম্যাচে ২১ উইকেট।

৫) বেগুনি টুপির লড়াইয়ে পাঁচ নম্বরে রয়েছেন কলকাতার প্রাক্তনী কুলদীপ যাদব। এবারের আইপিএলে তিনি হাত ঘোড়াচ্ছেন দিল্লির হয়ে। এই মরশুমে এখন পর্যন্ত ১১ ম্যাচে ২০ টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব।