খুলতে চলেছে কিয়েভে সুইজারল্যান্ডের দূতাবাস

author-image
Harmeet
New Update
খুলতে চলেছে কিয়েভে সুইজারল্যান্ডের দূতাবাস

নিজস্ব সংবাদদাতা : যুদ্ধ শুরুর পর ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে কিয়েভে সুইজারল্যান্ডের দূতাবাস।সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট, ইগনাজিও ক্যাসিস এবং ফেডারেল ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্সের (এফডিএফএ) প্রধানের বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। বিষয়টি কিয়েভের "নিরাপত্তা পরিস্থিতির গভীর বিশ্লেষণ" ভিত্তিক বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। আরও বলা হয়েছে যে পাঁচজন এফডিএফএ কর্মী আগামী কয়েক দিনের মধ্যে কিয়েভে ফিরে আসবে।বিবৃতিতে বলা হয়েছে, "প্রথম পর্বে রাষ্ট্রদূত ক্লদ ওয়াইল্ড চারটি স্থানান্তরযোগ্য কর্মীদের একটি দল নিয়ে ফিরবেন। সুইস দূতাবাস স্থানীয় ইউক্রেনীয় কর্মীদের নিয়োগ অব্যাহত রাখবে।" বিবৃতিতে যোগ করা হয়েছে যে পরিস্থিতির অবনতি হলে এবং জরুরি অবস্থা দেখা দিলে দলটিকে অবশ্যই স্বল্প নোটিশে দেশ ত্যাগ করতে সক্ষম হতে হবে।