অনাথ হতে চাই না, প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি কাশ্মীরি পণ্ডিত কন্যার

author-image
Harmeet
New Update
অনাথ হতে চাই না, প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি কাশ্মীরি পণ্ডিত কন্যার

নিজস্ব সংবাদদাতা : সরকারি চাকুরে এক কাশ্মীরি পণ্ডিতের হত্যার ঘটনার পর থেকেই তপ্ত হয়ে রয়েছে উপত্যকা। এবার কাশ্মীর থেকে সরতে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হলেন এক কাশ্মীরি পণ্ডিতের কন্যা। হিন্দুদের যেভাবে টার্গেট করা হচ্ছে তাতে ভীত ওই কন্যা ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, “নমস্তে মোদীজি, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে অনুরোধ করতে চাই আমাদের কাশ্মীর থেকে সরিয়ে দিতে। আমি একজন কাশ্মীরি পণ্ডিত পিএম প্যাকেজের কর্মচারীর মেয়ে। এখানে কাশ্মীরে টার্গেটেড কিলিং বেড়েই চলেছে। আমি আমার বাবা-মায়ের কাছ থেকে শুনেছি যে আমাদের আগেও কাশ্মীর থেকে পালাতে বাধ্য করা হয়েছিল। আমি আর এমন পরিস্থিতির মুখোমুখি হতে চাই না। অনুগ্রহ করে আমাদের কাশ্মীর থেকে অন্য কোথাও, জম্মু বা অন্য কোথাও স্থানান্তর করুন, এতে আমাদের কিছু যায় আসে না। আমরা অনাথ হতে চাই না, আমরা আমাদের বাবা-মাকে হারাতে চাই না।দয়া করে আমাদেরকে বাঁচান মোদিজী, আমরা কাশ্মীরে থাকতে চাই না, আমাদের অবস্থাটা বুঝুন। কোনো শিশুই তার বাবা-মাকে হারাতে চায় না।”