নিজস্ব সংবাদদাতাঃ চলতি আইপিএল 2022-এর ৬৬ তম ম্যাচটি বুধবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে খেলা হয়। আর সেই ম্যাচটি ২ রানে জিতে নেয় লখনউ। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লখনউ অধিনায়ক কেএল রাহুল। প্রথমে ব্যাট করে লখনউ কোন উইকেট না হারিয়ে ২১০ রান করেন। ওপেনার কুইন্টন ডি কক ৭০ বলে ১৪০ এবং কেএল রাহুল ৫১ বলে ৬৮ রান করেন। এর সঙ্গে ইতিহাসের পাতায় জায়গা করে নেয় এই দুই খেলোয়াড়ের ইনিংস। তবে এদিন ম্যাচের শেষ দিকে সব আলো কেড়ে নিয়ে গেলেন রিংকু সিং। এদিন শুরুটা মোটেও ভালো হয়নি কলকাতার। দুই ওপেনার খুব তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে যান। ৫০ ও ৪২ রান করেন শ্রেয়াস আইয়ার ও নীতিশ রানা। তবে বুধবারের এই ম্যাচে মারকুটে ৪০ রান করে যান রিংকু সিং। একটা সময় মনে হয়েছিল তিনি কলকাতাকে ম্যাচটা জিতিয়ে দেবেন। ১৫ বলের এই ইনিংসে ২ চার ও ৪টি ছয় মারেন তিনি। দলকে জেতাতে না পারলেও, ভক্তদের মন জয় করে নিলেন তিনি। ম্যাচের পর রিংকুর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে টুইটার।