এসএসকেএম থেকে নিজের গন্তব্যে কেষ্ট

author-image
Harmeet
New Update
এসএসকেএম থেকে নিজের গন্তব্যে কেষ্ট

নিজস্ব সংবাদদাতা : সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ পর্ব মিটতেই এসএসকেএমে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শারীরিক পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে। এরপর হুইল চেয়ারে করে উডবার্ন ওয়ার্ডের ২১১ নম্বর কেবিনে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু না, এবারে হাসপাতালে ভর্তি হলেন না কেষ্ট। কিছুক্ষণ আগেই হাসপাতাল থকে বেরিয়ে রওনা দিয়েছেন নিজের গন্তব্যে। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ১০টা ১০ থেকে নিজাম প্যালেসে সিবিআই গরু পাচার কাণ্ডে জেরা শুরু করে তৃণমূলের এই দাপুটে নেতাকে। প্রায় ৪ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। এরপর কেষ্ট সোজা হাসপাতালের দিকে যেতেই ঘটনায় আসে নয়া মোড়।