ডুবুরডিহি চেক পোষ্ট এলাকা পরিদর্শণ করলেন ডিসি ওয়েস্ট অভিষেক মোদী

author-image
Harmeet
New Update
ডুবুরডিহি চেক পোষ্ট এলাকা পরিদর্শণ করলেন ডিসি ওয়েস্ট অভিষেক মোদী

রাহুল পাসোয়ান, আসানসোলঃ গত পাঁচ দিন থেকে বাংলা ঢোকার ছাড়পত্র নেই কয়লা বোঝাই গাড়ির ৷ আসলে রাজ্য পুলিশ প্রশাসন অবৈধ কয়লা কারবারের রাশ টানতে চাইছে ৷ সেই কারণে ভিন রাজ্য থেকে যে কোনও কয়লা বোঝাই গাড়ি রাজ্যে এলেই তা আটকে দেওয়া হচ্ছে বৈধ কাগজ যাচাইয়ের জন্যে ৷ পাশাপাশি ছোটো ছোটো কল-কারখানাগুলো তাদের জ্বালানির কয়লা আনছে ভিন রাজ্য থেকে৷ এর ফলে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেক পোষ্টে একসাথে একাধিক কয়লা বোঝাই গাড়ির সমাবেশ ঘটছে ৷ কাগজের বৈধতা যাচাইয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও দেরী হচ্ছে ৷ প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে ইসিএল, বিসিসিএল, সিসিএলের, কাছে সহযোগিতা চাওয়া হচ্ছে ৷ কিন্তু মেলের উত্তর যথা সময়ে এসে না পৌঁছানোতে বিপাকে পড়ছেন চালকেরা ৷ যার ফলে বারবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গাড়ি চালকেরা৷ এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঝাড়খণ্ড পুলিশের সাথে রাজ্য পুলিশের বৈঠকও হয় ৷ কিন্তু কাগজের বৈধতা যাচাইয়ের ক্ষেত্রে খুব বেশি গতি আসেনি ৷ এই অবস্থায় নতুন করে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় ও গাড়ি চিলকদের ক্ষোভ যাতে প্রশমিত করা যায়৷ সেই জন্য বৃহস্পতিবার ডুবুরডিহি চেক পোষ্ট এলাকা পরিদর্শণ করেন ডিসি ওয়েস্ট অভিষেক মোদী ৷ পাশাপাশি এলাকাটিতে সিসিটিভির ব্যবস্থা করা হয় ৷ এছাড়াও গাড়ির চালকদের সুবিধার কথা মাথায় রেখে যেসব গাড়ির বৈধ অনুমোদন ইসিএল, বিসিসিএল বা সিসিএল থেকে পাওয়া সম্ভব হচ্ছে তাদের তালিকাও প্রকাশ করা হচ্ছে রাজ্য পুলিশের পক্ষ থেকে ৷