নিজস্ব সংবাদদাতাঃ জঙ্গিদের মদত সহ অর্থ সাহায্যের অভিযোগে দোষী সাব্যস্ত করা হল কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে। এনআইএ আদালতে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করা হয় জম্মু কাশ্মীরের এই বিচ্ছিন্নতাবাদী নেতাকে। তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় অভিযোগ দায়ের করা হয়। আগামী ২৫ মে ইয়াসিন মালিকের সাজা ঘোষণা করা হবে বলে খবর। এনআইএ সূত্রের খবর, আদালতে নিজের দোষ কবুল করে নিয়েছে এই বিচ্ছিন্নতাবাদী নেতা। দোষী সাব্যস্ত করার পাশাপাশি বিশেষ এনআইএ কোর্ট ইয়াসিনের সম্পত্তির পরিমাণও জানতে চেয়েছে। ইয়াসিনকে বলা হয়েছে, মামলার পরবর্তী শুনানির আগে তার সম্পত্তির হিসেব নিকেশ হলফনামা আকারে জমা দিতে হবে। সম্পত্তির পরিমাণের ভিত্তিতেই তার জরিমানার অঙ্ক ঠিক হবে।