আগামী ২০ বছরেও গুজরাটে জিততে পারবে না কংগ্রেস : হার্দিক প্যাটেল

author-image
Harmeet
New Update
আগামী ২০ বছরেও গুজরাটে জিততে পারবে না কংগ্রেস : হার্দিক প্যাটেল

নিজস্ব সংবাদদাতা : কংগ্রেস ত্যাগী হার্দিক প্যাটেল বিজেপি ও আপে যোগদান করতে পারেন বলে দাবি উঠেছিল তা সম্পর্কে নিন্দা করে বলেন যে আদানি এবং আম্বানিরা কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করেছে। প্রত্যুত্তরে বলেন, "কোন দলে যোগ দেব তা আমি ঠিক করিনি। যখন আমি সিদ্ধান্ত নেব, আমি প্রকাশ্যে ঘোষণা করব।" অন্যদিকে কংগ্রেস ও সোনিয়া পুত্র রাহুলের বিরুদ্ধে উগড়ে দিয়েছেন একরাশ ক্ষোভ। বলেছেন যে কংগ্রেসের শীর্ষ নেতারা পার্টিতে যোগ দিতে বিদেশে যান যখন দলটি সংকটে থাকে। রাহুলকে খোঁচা দিয়ে হার্দিক বলেন, 'দলের শীর্ষ নেতারা কেবল এসি ঘরে চিকেন স্যান্ডউইচ খেতে আগ্রহী।' তার অভিযোগ, একাধিকবার রাহুলকে অনুরোধ করা সত্ত্বেও তাকে কোনও দলীয় দায়িত্ব অর্পণ করেননি। প্রার্থীদের ভোটের টিকিট দেওয়ার সময় পরামর্শ না নেওয়ার জন্য প্যাটেল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকেও আক্রমণ করেন। তিনি গুজরাটে জাত-ভিত্তিক রাজনীতির জন্য কংগ্রেসকেই দোষী সাব্যস্ত করেছেন হার্দিক। কংগ্রেসের কড়া সমালোচনা করে তিনি বলেন যে বিরোধী দলটি আগামী ২০ বছর ক্ষমতায় ফিরে আসতে পারবে না।