নিজস্ব সংবাদদাতাঃ শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় বুধবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের মুখোমুখি হতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পার্থর মন্ত্রিত্ব কেড়ে নেওয়ার আর্জিও জানিয়েছিল আদালত। এমনকি, সিবিআই দফতরে সময়ে না পৌঁছালে রাজ্যের শিল্পমন্ত্রীকে সিবিআই হেফাজতে নিতে পারবে বলেও জানিয়ে দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর বুধবার সন্ধ্যায় সিবিআইয়ের মুখোমুখি হন পার্থ। প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ সিবিআই দফতর থেকে বেরিয়ে এসেছিলেন পার্থ। বুধবার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত।