নিজস্ব সংবাদদাতা : পাঁচ দিনের জন্য বন্ধ করা হল মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধিস্থলের দরজা। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসির ভাই আকবরুদ্দিন ওয়াইসি সম্প্রতি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার খুলদাবাদে মুঘল শাসকের সমাধি পরিদর্শন করার পরে বড় রকমের বিতর্ক শুরু হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের নেতা দেবেন্দ্র ফড়নবিস ওয়াইসিকে নিশানা করেন এবং উদ্ধব ঠাকরের রাজ্য সরকারকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। ফড়নভিস বলেছিলেন যে ওয়েইসি ঔরঙ্গজেবকে মহিমান্বিত করার চেষ্টা করে দেশের 'জাতীয়তাবাদী মুসলমানদের' অপমান করেছেন। এরপর বিষয়টি নিয়ে সুর চড়ায় এমএনএস। স্থানীয় মসজিদ কমিটি এলাকাটিকে তালা বন্ধ করে রাখার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) দ্বারস্থ হয়। এএসআই পাঁচ দিনের জন্য জায়গাটি বন্ধ রেখেছে।