প্রথম ভারতীয় রাষ্ট্রপতি হিসেবে সেন্ট ভিনসেট ও গ্রেনাডাইনসে সফরে কোবিন্দ

author-image
Harmeet
New Update
প্রথম ভারতীয় রাষ্ট্রপতি হিসেবে সেন্ট ভিনসেট ও গ্রেনাডাইনসে সফরে কোবিন্দ

নিজস্ব সংবাদদাতা : সেন্ট ভিনসেট এবং গ্রেনাডাইনে চারদিনের সফরে গিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রথম ভারতী রাষ্ট্রপতি হিসেবে বৃহস্পতিবার সেদেশে পা রাখলেন কোবিন্দ। দেশের রাজধানী কিংসটাউন আর্গিল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পর গার্ড অফ অনার ও ২১ টি বন্দুক দিয়ে স্যালুট জানানো হয় ভারতের রাষ্ট্রপতিকে। প্রধানমন্ত্রী রাল্ফ এভারার্ড গনসালভেস তাকে দেশে স্বাগত জানান। তবে রাষ্ট্রপতি একা নন, তার সফরে সঙ্গী হয়েছেন তার স্ত্রী ফার্স্ট লেডি সবিতা কোবিন্দ, কেন্দ্রীয় মন্ত্রী পঙ্কজ চৌধুরী, লোকসভা সাংসদ রমা দেবী এবং সতীশ কুমার গৌতম। এর আগে বুধবার সকালে ক্যারিবিয়ান দ্বীপ দেশ সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনসের (এসভিজি) উদ্দেশ্যে যাত্রা করার আগে, রাষ্ট্রপতি জ্যামাইকার রাজধানী কিংস্টনে গার্ড অব অনার গ্রহণ করেন।