পুরবোর্ড গঠন নিয়ে হাইকোর্টে মামলা, শুনুন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ বাবুর বক্তব্য

author-image
Harmeet
New Update
পুরবোর্ড গঠন নিয়ে হাইকোর্টে মামলা, শুনুন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ বাবুর বক্তব্য

রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোল পৌরসভার বিরোধী নেত্রী তথা বিজেপি নেত্রী চৈতালি তিওয়ারি, পুরবোর্ড গঠন না হওয়া নিয়ে মামলা দায়ের করলেন কলকাতা হাইকোর্টে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আসানসোল পৌরনিগমে মেয়র পারিষদ গঠন হয়নি। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন আসানসোল পৌরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার চৈতালী তিওয়ারি। আসানসোলের গোধূলি মোড়ের আবাসনে বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি একথা জানিয়েছেন। তবে পুরসভার বিরোধী নেত্রীর পদক্ষেপের জবাব দিয়েছেন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, "এই মাস পর্যন্ত সময় আছে। সেটা আমরা ওনাকে বোর্ড মিটিংয়ে জানিয়ে দিয়েছিলাম। এই মাস পর্যন্ত রাজ্য সরকার আমাদের সময় দিয়েছে। ইউডি ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে সেই চিঠি ও এসছিল। সেগুলো আমরা সব ডিসট্রিবিউশন করে দিয়েছি। তা সত্ত্বেও যদি উনি নিজের ইচ্ছাই হাইকোর্টে যেতে চান, যেতে পারেন।" এই ব্যাপারে চৈতালি তিওয়ারিকে কটাক্ষের সুরে অমরনাথ বাবু বলেছেন, "উনি তো নিজেই অ্যাডভোকেট মানুষ। ওনার প্র্যাকটিসের সুবিধা হবে বলে বোধহয় এই কাজ করেছেন।"