পুরবোর্ড গঠন নিয়ে হাইকোর্টে মামলা, শুনুন বিজেপি কাউন্সিলার চৈতালী তিওয়ারি বক্তব্য

author-image
Harmeet
New Update
পুরবোর্ড গঠন নিয়ে হাইকোর্টে মামলা, শুনুন বিজেপি কাউন্সিলার চৈতালী তিওয়ারি বক্তব্য

রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোল পুরভোট সম্পন্ন হয়েছে বেশ কয়েক মাস আগে। বিরোধীদের ধুলিস্যাৎ করে জয় পেয়েছে তৃণমূল। তারপর পেরিয়ে গিয়েছে বেশ কয়েকটি মাস। সম্পন্ন হয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। সেখানেও জয়ের ধারা অব্যাহত রেখেছে ঘাসফুল শিবির। কিন্তু এখনও পর্যন্ত আসানসোল পৌরনিগমের পুরবোর্ড গঠন করা হয়নি। এখনও পর্যন্ত আসানসোল পৌরসভা শুধুমাত্র পেয়েছে একজন মেয়র, দুজন ডেপুটি মেয়র এবং চেয়ারম্যান। কিন্তু পুরবোর্ড গঠন না হওয়ার ফলে, এখনও মেয়র পারিষদ পায়নি আসানসোল পৌরনিগম। যা নিয়ে এবার আইনি পদক্ষেপ করেছে বিরোধী দল বিজেপি। আসানসোল পৌরসভার বিরোধী নেত্রী তথা বিজেপি নেত্রী চৈতালি তিওয়ারি, পুরবোর্ড গঠন না হওয়া নিয়ে মামলা দায়ের করলেন কলকাতা হাইকোর্টে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই প্রসঙ্গে আসানসোল পৌরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার চৈতালী তিওয়ারি বলেন, "আসানসোল পৌরনিগমে মেয়র পারিষদ গঠন নিয়ে মেয়র সহ নগরোন্নয়ন দফতরে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু কোনও সদুত্তর না পাওয়ায়, এদিন কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে।" তিনি আরও বলেন, "আমরা তো ওনাদের অনেকদিনই সময় দিলাম। আমরা মামলা করতে রাজি ছিলাম না তা সত্ত্বেও আমাদের মামলা করতে বাধ্য করা হল। কারণ আমরা মেয়র সাহেবের কাছে গিয়েছিলাম। মেয়র সাহেবকে চিঠি দিয়েছিলাম। তাছাড়াও মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স- এর কাছেও চিঠি পাঠিয়েছিলাম। তারপর আমরা নোটিশ দিয়েছিলাম। কিন্তু তাতেও কোনো সদুত্তর না পাওয়ায় আমরা বাধ্য হলাম মামলা করতে। আমরা জনসাধারণের ভোটে জয়যুক্ত হয়েছি। তাই আমরা জনসাধারণের কথা চিন্তা করে এই রাস্তা বেছে নিয়েছি।"