নিজস্ব প্রতিনিধি -শ্রীলঙ্কা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর কর্মকর্তারা দেশটির বৃহত্তম শহর কলম্বোতে দুটি প্রতিবাদস্থলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে গত সপ্তাহের সহিংসতার বিষয়ে দুই প্রাক্তন মন্ত্রীসহ চারজন সংসদ সদস্যকে (এমপি) জিজ্ঞাসাবাদ করেছে, স্থানীয় সুত্রে একথা জানা গিয়েছে।রিপোর্ট অনুযায়ী, এক সিআইডির দল বুধবার সংসদ কমপ্লেক্সে স্পিকারের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করে, এবং দুই প্রাক্তন মন্ত্রী রোহিতা আবেগুনাবর্র্দেনা এবং সিবি রত্নায়েকের বক্তব্য রেকর্ড করে৷দলটি সাংসদ সাহান প্রদীপ এবং সঞ্জীওয়া এদিরিমান্নেকে জিজ্ঞাসাবাদ করার সঙ্গে তার বিবৃতিও রেকর্ড করেছে।