BREAKING : দলকে হারানোর চেষ্টা করছেন দিলীপ ! এবার তোপ দাগলেন অশোক দিন্দা
BREAKING : পুরুষ আত্মীয় ছাড়াই হজে যাচ্ছেন ৫১ জন মহিলা ! বড় আপডেট দিলেন কৌশর জাহান
BREAKING : এই মুখ্যমন্ত্রীর থেকে অনেক কিছু শিখেছেন প্রধানমন্ত্রী মোদি ? নিজেই জানালেন বড় কথা
BREAKING : পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ইউটিউব চ্যানেল ব্লক করলো ভারত !
BREAKING : না জানিয়েই বিয়ে করেছিলেন পাকিস্তানি তরুণীকে ! এবার শাস্তির মুখে সেই সিআরপিএফ (CRPF) জওয়ান
BREAKING : ভারতীয় নাগরিক নন কংগ্রেস নেতার ছেলে-মেয়ে ! হঠাৎ এ কি বললেন হিমন্ত বিশ্ব শর্মা
বড়বাজার অগ্নিকাণ্ড থেকে শিক্ষা, কলকাতায় আর থাকবে না রুফটপ রেস্তোঁরা
BREAKING : ৬ বার জনগণনা করেছে কংগ্রেস ! জাতিগত জনগণনা নিয়ে কংগ্রেসকে দুষলেন প্রহ্লাদ জোশি
BREAKING : পহেলগাঁও হামলার মাঝেই এবার মোদিকে নিয়ে বড় মন্তব্য করলেন চন্দ্রবাবু নাইড়ু

সেফ ড্রাইভ সেভ লাইফ-এর অভিনব বার্তা দিল পুলিশ

author-image
Harmeet
New Update
সেফ ড্রাইভ সেভ লাইফ-এর অভিনব বার্তা দিল পুলিশ

রাহুল পাসোয়ান, আসানসোল: শিল্পাঞ্চলের কুলটির একটি বেসরকারি হাসপাতাল শ্রী-তে হেলমেট বিহীন হয়ে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এক কিশোর । আশঙ্কাজনক অবস্থায় তাকে "কেনটমি " অপারেশন করে সুস্থ করে হেলমেট দিয়ে সেফ ড্রাইভ ও সেভ লাইফ এর বার্তা দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ।   গত ২৮  জুন কুলটির বি এন আর-এ হেলমেট ছাড়া অ্যাক্সিডেন্ট করে বরাকরের রোহিত গঁরাই । গুরুতর জখম অবস্থায় ভর্তি হয় কুলটির বেসরকারি হাসপাতালে । সেখানে ওই হাসপাতালে নিউরোসার্জন-এর দল তার মাথার কেনো টমি অপারেশন করেন । দুটি  শিফটে এই অপারেশন করার কথা হয়। কিন্তু জখম রোগীর পরিবারের আর্থিক অসঙ্গতির কথা মাথায় রেখে একশিফটে অপারেশন করে এবং রোগীর কাছ থেকে ন্যূনতম পারিশ্রমিক নিয়ে তাকে সুস্থ করে তোলে । ঘটনার ১০ দিনের পর তাকে কুলটির ট্রাফিক ওসি শুভেন্দু  ভট্টাচার্যর হাত দিয়ে হেলমেট প্রদান করে হেলমেট পরার অনুরোধ করেন এবং সেফ ড্রাইভ সেভ লাইফ এর বার্তা দেন হাসপাতালের অন্যতম আধিকারিক সুমিত কুমার মুখার্জি । অপরদিকে সুস্থ হয়ে রোহিত জানান হেলমেট না পরার জন্য তার এই অবস্থা হয়। সবাইকে অনুরোধ করেন হেলমেট পরে গাড়ি চালানো উচিত ।