নিজস্ব সংবাদদাতা: নতুন বাড়ি তৈরির সময় ভিত খোঁড়া হয়। এমন কিছু জিনিস রয়েছে যেগুলো ভিত খোঁড়ার সময় পাওয়া গেলে খুবই অশুভ মানা হয়। এ রকম হলে সেই বাড়ির সদস্যরা কখনও সুখ শান্তিতে থাকতে পারবে না। এ ক্ষেত্রে সেই বাড়িতে খুব ভাল ভাবে হোম যজ্ঞ করে তবেই বসবাস করা প্রয়োজন।
দেখে নিন কোন জিনিস ভিতের নীচ থেকে ওঠা খুবই খারাপ—
• মাটির নীচে কালো ছাই মিশ্রিত মাটি পাওয়া গেলে।
• মাটির নীচে পুরনো কাঠ, সেটা পোড়া হলে আরও বেশি খারাপ।
• পাথর মেশানো মাটিও খুব একটা ভাল নয়।
• মাটির নীচে অনেক পুরনো পোড়া মাটির জিনিস পাওয়া গেলে।
• মাটির নীচে মানুষের কঙ্কাল বা পশু পাখির হাড় পাওয়া গেলে।
• মাটির নীচে অনেক পুরনো কোনও ধ্বংসাবশেষ পাওয়া গেলে।