শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি

author-image
Harmeet
New Update
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুক তমলুক জেলা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি দেবব্রত দাস।  আচমকাই নিজের কোয়াটারে অসুস্থ হয়ে পড়েন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস। গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করানো হয় পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে। দীর্ঘদিন যাবৎ গলার ক্যান্সারে আক্রান্ত ছিলেন জেলা সভাধিপতি। পরে তমলুক জেলা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি দেবব্রত দাস। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে আসেন মৎস্য মন্ত্রী অখিল গিরি, সেচমন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র, জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী, জেলা পুলিশ সুপার অমরনাথ কে সহ প্রশাসনিক কর্তারা। অন্যান্য দিনের মতো বুধবার সকাল থেকে জেলা পরিষদের অফিস করেন সভাধিপতি দেবব্রত দাস। দুপুর ৩ টে নাগাদ অফিস থেকে কোয়াটারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিকেল ৫ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি। মৃতদেহ হাসপাতালের আইসিইউতে এখনও রয়েছে। জেলা সভাধিপতির বাড়িতে খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই হাসপাতালে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা আসা শুরু করেছেন।