নিজস্ব সংবাদদাতাঃ হঠাৎ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের ইস্তফা। দায়িত্ব নেওয়ার ৪ মাসের মধ্যেই ইস্তফা দিলেন সিদ্ধার্থ মজুমদার। নিয়োগ-বিতর্কের মধ্যেই এসএসসি চেয়ারম্যানের পদত্যাগ। সূত্রের খবর, সেই জায়গায় দায়িত্ব নিয়েছেন আইএএস শুভ্র চক্রবর্তী। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার সিবিআই গোয়েন্দাদের প্রশ্নের মুখোমুখি হতে নিজাম প্যালেসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসে পৌঁছে যান পার্থ বাবু। এদিকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা। এই পরিস্থিতিতে আইএএস শুভ্র চক্রবর্তীতে এসএসসির চেয়ারম্যান পদে নিয়ে আসা, রাজ্য সরকারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে শিক্ষা মহল।