নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোণাঃ চন্দ্রকোণায় আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে মৃত ব্যক্তি, খুনের অভিযোগ মৃতের পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।মৃতদেহ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ মৃতের পরিবারের, দাবি অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে। এমনই ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা থানার গোবিন্দপুর গ্রামে। স্থানীয়দের অভিযোগ চন্দ্রকোণা থানার দামোদরপুর গ্রামের বাসিন্দা সত্যেন সী(৪০) মঙ্গলবার রাতে চন্দ্রকোণার গোবিন্দপুরে দীপক ঘোষের বাড়িতে নিমন্ত্রণে খেতে গিয়েছিল। কিন্তু রাত নাগাদ সত্যেন বাড়ি না ফেরায় সত্যেনের বাড়ির লোকেরা দীপকের বাড়িতে খোঁজাখুঁজি করতে আসলে দীপকের বাড়ি থেকে জানানো হয় সত্যেন বাড়ি চলে গিয়েছে। ফের আজ সকাল নাগাদ সত্যেনের পরিবারের লোক দীপকের বাড়িতে খোঁজ খবর নিতে আসলে তাদের জানানো হয় সত্যেন বাড়ি চলে গিয়েছে। তারপর দীপকের বাড়ি থেকে সত্যেনের মৃতদেহ উদ্ধার হয়। আর এতেই ক্ষোভে ফেটে পড়ে সত্যেনের বাড়ির লোকজন সহ এলাকার বাসিন্দারা। সকলেরই দাবি তাকে খুন করেছে দীপক ও তার পরিবারের লোকেরা, এমনকি তাদের দাবি শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। এতেই দেখা দেয় চরম উত্তেজনা,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোণা থানার বিশাল পুলিশবাহিনী। যদিও পুলিশকে মৃতদেহ তুলতে দেয়নি গ্রামের মানুষজন, তাদের দাবি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। যদিও কি কারণে খুন এখনও তা জানা যায়নি। শেষমেশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।