‘আমার সৃষ্টি বৃথা যাবে না’, মেদিনীপুরে দাঁড়িয়ে দিল্লি জয়ের ডাক মমতার

author-image
Harmeet
New Update
‘আমার সৃষ্টি বৃথা যাবে না’, মেদিনীপুরে দাঁড়িয়ে দিল্লি জয়ের ডাক মমতার

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ  পাখির চোখ ২০২৪ সালের লোকসভা নির্বাচন। বিজেপি-বিরোধী দলগুলোকে একজোট করার চেষ্টা অনেকদিন থেকেই চালিয়ে যাচ্ছেন তিনি। এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, একদিন দিল্লি দখল করবে বাংলা। আজ মেদিনীপুর কলেজ ময়দানে তৃণমূলের কর্মীসভায় দলীয় নেতা-কর্মীদের একজোট হয়ে কাজ করার বার্তা দেন তিনি। সেখানেই তিনি বলেন, “আমরা ঐক্যবদ্ধ হলে দিল্লি একদিন বাংলার হাতের মুঠোয় আসবে।” কংগ্রেস থেকে বেরিয়ে ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেকথা উল্লেখ না করলেও মমতা বলেন, “তৃণমূল কংগ্রেস আমার সৃষ্টি। আমার সৃষ্টি কখনও বৃথা যাবে না। এটা আমি মনে করি।” এরপর তিনি বলেন, “আমরা সারা দেশকে পথ দেখায়। সারা দেশকে পথ দেখাব। এবং আগামী দিনে ভারতবর্ষ জয় করব।” সেই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে দলের কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। কর্মীসভায় মমতা বলেন, “দলের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি নই, আমরা। কেউ কেউকেটা হয়ে যায়নি। সবাইকে নিয়ে চলতে হবে। নিজেকে কেউকেটা ভাবলে এক সেকেন্ডে কেটে দেব।” তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে কোনও ভাবেই বরদাস্ত করা যাবে না, তা স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো। যাঁরা শুধু নিজের কথা ভাবেন, তাঁদের দরকার নেই বলে জানিয়ে দিলেন। দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মমতা বলেন, “আমরা ঐক্যবদ্ধ হলে দিল্লি একদিন বাংলার হাতের মুঠোয় আসবে।” ২০১৯ সালে লোকসভা নির্বাচনে রাজ্যে ২২টি আসন জিতেছিল তৃণমূল। পরে আসানসোল লোকসভা উপনির্বাচনে জয় পায়। রাজনীতির কারবারিরা বলছেন, বিধানসভায় বিপুল জয়ের পর কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীদের একজোট করার চেষ্টা করছেন মমতা। আবার তৃণমূল নেতারা মমতাকে কেন্দ্রের বিরোধী মুখ হিসেবে তুলে ধরছেন।