হরি ঘোষ, দুর্গাপুরঃ বুধবার গাঁজা পাচারের ঘটনায় যুক্ত ছয়জনকে আসানসোল জেলা আদালতে নিয়ে যায় এসটিএফ। জানা গেছে ধৃতরা একটি ট্রাকে করে প্রায় সাড়ে তিনশো কিলো গাঁজা অভিনব কায়দায় বস্তায় ভরে পাচার করছিল। ওড়িশা থেকে ওই গাঁজা নবদ্বীপ নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। ধৃতদের নাম শেখ বশির, আনন্দ, ঝন্টু, সঞ্জয়, কার্তিক, দেবজ্যোতি। ধৃতদের বুধবার সকালে আদালতে নিয়ে যাওয়া হয়। জানা গেছে ট্রাকটিকে ওড়িশা থেকে নবদ্বীপ যাওয়ার পথে দুর্গাপুর ব্যারেজের কাছে আটক করে এসটিএফ ও কোক ওভেন থানার পুলিশ। এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তার তদন্তে নেমেছে এসটিএফ।
/)