ফের শাসকদলকে একাধিক ইস্যুতে আক্রমণ করলেন দিলীপ ঘোষ

author-image
Harmeet
New Update
ফের শাসকদলকে একাধিক ইস্যুতে আক্রমণ করলেন দিলীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতা, খড়গপুরঃ  আজ সকালে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণে বেরিয়ে খড়গপুর শহরের কৌশল্যা মোড়ে চা চক্রে ফের শাসকদলকে একাধিক ইস্যুতে আক্রমণ করলেন। এদিন তিনি বলেন, "এটা আমাদের বাংলার দুর্ভাগ্য। শিক্ষা প্রতিমন্ত্রীকে সিবিআই ডাকছে। টাকা নিয়েছেন বলে। তাকে কোর্টে দৌড়ে দৌড়ে বাঁচতে হচ্ছে। যে পার্টি এখানে রাজত্ব করছে, তাদের সর্বোচ্চ নেতৃত্বকে সিবিআই ডাকছে। শিক্ষা প্রতিমন্ত্রী পার্টিতে যোগ দেওয়ার পরে মন্ত্রী হয়েছেন। মেয়ে চাকরি পেয়েছেন। যে মেয়ের নাম ছিল না লিস্টে, সেই মেয়ে এক নম্বরে চলে এলো। শিক্ষা প্রতিমন্ত্রী, এমএলএ, এমপি তাদের যদি চরিত্র এই হয়। পশ্চিম বাংলার লোক যারা হতাশায় ভুগছেন তারা কি করবে। তাদের বাংলা ছেড়ে চলে যেতে হবে।" এদিন তিনি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে বলেন, "দিদিমণি বলছেন চাকরি বাকরি তো গেল। দুর্নীতি ছেয়ে গেছে। প্রাণেরও কোন ভরসা নেই। বিহার থেকে নাকি পালং শাকের আঁটির মধ্যে পিস্তল আসছে। দিদিমণি কলকাতা থেকে বুঝতে পারছেন কোন পালং শাকের আঁটিতে বন্ধুক আছে। সেখানকার এসপি, আইজি, আইসি, ওসি বুঝতে পারছেন না। কি রাজত্ব চলছে এটা কেবল ঢপবাজি। গতবারে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আবার প্রতিশ্রুতি দিচ্ছেন। তার ডিএম, তার চেয়ারম্যান যে কাজগুলো উদ্বোধন করেছেন, তিনি সেগুলো উদ্বোধন করছেন। কতবার বোকা বানাবেন লোককে বিচিত্র ব্যাপার। সেই জন্য এই সরকারের কাছে কোনো আশা নেই।" বাগ কমিটি রিপোর্ট দিয়েছে ৩৮১ জনের ভুয়া নিয়োগ সে ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, "যারা পরীক্ষায় পাশ করতে পারেনি বা পরীক্ষা দেয়নি টাকা দিয়ে চাকরি নিয়েছে তাদেরকে বরখাস্ত করতে হবে। সিস্টেম ঠিক করতে হবে আর যারা এই টাকা নিয়ে নিয়োগ করেছে তাদেরকে জেলে ঢুকোতে হবে। যেন এই ধরনের কাজ আর কেউ করার সাহস না পায়।"