নিজস্ব প্রতিনিধি -৭৫ তম কান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণের সুপারস্টার কমল হাসানকে রেড কার্পেটে দেখা গেছে। তিনি তার আসন্ন ছবি 'বিক্রম'-এর NFT লঞ্চ করতে উপস্থিত হয়েছিলেন।নেভি ব্লু ব্যান্ড গালা স্যুট পরিহিত, কমলকে এ আর রহমান, প্রসূন জোশি, শেখর কপূর এবং ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করতে দেখা গেছে।আর মাধবন ছাড়াও নওয়াজউদ্দিন সিদ্দিকী, নয়নতারা, পূজা হেগড়ে, তামান্না ভাটিয়া এবং লোকশিল্পী মামে খান ভারতীয় প্রতিনিধিদলের একটি অংশ হিসেবে নজর কাড়ে।