সাড়ে ৬ বছর পর জামিন পেলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়

author-image
Harmeet
New Update
সাড়ে ৬ বছর পর জামিন পেলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতাঃ শিনা বোরা হত্যা মামলায় অবশেষে জামিন পেলেন প্রধান অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় । সাড়ে ৬ বছর বাদে জেল থেকে ছাড়া পাচ্ছেন ইন্দ্রাণী। তাঁকে জামিন দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, "এই মামলা এখনই শেষ হওয়ার নয়। এর মধ্যে সাড়ে ৬ বছর জেল খেটেছেন ইন্দ্রাণী, তাই তাঁকে জামিন দেওয়া হচ্ছে।"  এই মামলায় অপর অভিযুক্ত পিটার মুখোপাধ্যায় ২০২০ সালের ফেব্রুয়ারিতে জামিন পান। কিন্তু বারবার আবেদন করলেও ইন্দ্রাণী জামিন পাননি। তিনি প্রভাবশালী বলে তদন্তে বাধা দিতে পারেন, এই যুক্তিতে বরাবর ইন্দ্রাণীর জামিনের বিরোধিতা করে আসছে সিবিআই। শিনা বরাকে খুনের দায়ে আপাতত মুম্বইয়ের বাইকুল্লার মহিলা জেলে বন্দি ইন্দ্রাণী। সেই ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ রয়েছে পিটারের বিরুদ্ধেও।