পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ গ্রামবাসীদের, শুনুন বিডিও-র বক্তব্য

author-image
Harmeet
New Update
পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ গ্রামবাসীদের, শুনুন বিডিও-র বক্তব্য

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথপুর গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় নয় মাস ধরে তাঁদের পানীয় জলের সমস্যা রয়েছে। বারংবার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের জানিয়েও কোনও সুরাহা হয়নি। পানীয় জলের সমস্যা না মেটায় চন্দ্রকোণা থেকে পলাশচাবড়ি গ্রামীণ গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন। ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোণা থানার পুলিশ এবং বিডিও অমিত ঘোষ। বিডিও অমিত ঘোষ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং কয়েকদিনের মধ্যে বিকল্প ব্যবস্থা নিয়ে জলের সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। বিডিও অমিত ঘোষ জানান, ''আমি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছি। আপদকালীন একটি তহবিল তৈরি করা হচ্ছে। সেখান থেকেই এই গ্রামে পানীয় জলের সমস্যা মেটানোর জন্য দ্রুত কাজ করা হবে। এই সমস্যার ব্যাপারে আমাদের আগেই অবগত করা হয়েছিল। বিষয়টি নিয়ে পঞ্চায়েত আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে একটি বৈঠক হয়েছে। গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে আমি নিজে কথা বলে দেখব। খুব দ্রুত সমস্যা মিটিয়ে ফেলা হবে। বৈদ্যুতিক বিল না মেটানোয় জলের পাম্প বন্ধ ছিল দীর্ঘদিন। সেই সমস্যা দ্রুত মেটানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এখানে বিক্ষোভ তুলে নেওয়ার জন্য গ্রামবাসীদের আবেদন জানিয়েছি।''